হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "খেসাল" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
মহানবী (সা.) বলেছেন:
فَوقُ كُلِّ ذِیبِرٍّ بِرٌّ حتّی یُقتلَ الرّجُلُ شهیداً فی سبیلِ الله
প্রতিটি নেক আমলের চেয়ে বড় নেক আমল আছে, কিন্তু আল্লাহর পথে শাহাদাতের চেয়ে উত্তম কাজ আর নেই।
(খেসাল, ১ম খন্ড, পৃ. ৮)
আপনার কমেন্ট