রবিবার ২৬ মার্চ ২০২৩ - ১১:৫৭
পবিত্র রমজান মাসে ক্ষমার গুরুত্ব

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) পবিত্র রমজান মাসে ক্ষমার গুরুত্ব নির্দেশ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ.) বলেছেন:

مَن لَم يُغفَرْ لَهُ في شهرِ رمضانَ لَم يُغفَرْ لَهُ إلى مِثلِهِ مِن قابِلٍ إلاّ أن يَشهَدَ عَرَفَةَ

পবিত্র রমজান মাসে যে ব্যক্তির মাফ হয় না, তাকে পরবর্তী রমজান মাস পর্যন্ত মাফ করা হবে না, যতক্ষণ না সে আরাফার দিন (দিন) উপলব্ধি করে।

(বিহারুল-আনওয়ার: ৯৬/৩৪২/৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha