শনিবার ১৫ এপ্রিল ২০২৩ - ১৬:৩৪
পবিত্র রমজান মাস ও কোরআন শিক্ষা

হাওজা / আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) এর পক্ষ থেকে ১লা রমজান হতে পুরুষ, মহিলা, বাচ্চাদের কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে ও প্রয়োজনীয় মাসলা মাসায়েল শিক্ষার ব্যবস্থা করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল হামদু লিল্লাহ গতবছর এর ন্যায় এবার ও আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) এর পক্ষ থেকে ১লা রমজান হতে পুরুষ, মহিলা, বাচ্চাদের কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে ও প্রয়োজনীয় মাসলা মাসায়েল শিক্ষার ব্যবস্থা করা হয়।

কাসরে আব্বাস (আ.) এর পক্ষ থেকে খাতা, কলম ও দেওয়া হয় সবাইকে। ক্লাসসমূহ পরিচালনা করেন: হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাবের রেজা। ক্লাসসমূহ সমাপ্তির পর পরীক্ষা নেওয়া হয় এবং উত্তীর্ণদের আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নাও। এবং আমাদেরকে তওফিক দান করুন আমরা যেন এই কর্মকে অব্যাহত রাখতে পারি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha