শনিবার ১৫ এপ্রিল ২০২৩ - ২১:২৩
খুলনায় (বাংলাদেশ) আল্-কুদস দিবস পালিত

হাওজা / ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী’র নির্দেশে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল্-কুদস দিবস পালিত হয়ে আসছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনী ভূখন্ড দখল, ফিলিস্তিনী মুসলমানদের উপর অমানুসিক নির্যাতন, ফিলিস্তিনী মুসলমান পরিবারকে নিজ গৃহ থেকে নির্বাসন, মুসলমানদের দ্বিতীয় কিবলা আল্-আকসা মসজিদ চত্তরে গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার আহলুল বাইত ফাউন্ডেশন খুলনার উদ্যোগে নগরীর কেন্দ্রস্থল যশোর রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদ জু’মা বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রণ করেন।

ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিল নির্ধারিত স্থানে পৌঁছে মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম হুজ্জাতুল ইসলাম ড. মো. আব্দুল হান্নান, ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মো. আলী মোর্ত্তজা, বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. এম এ কাইয়ুম প্রমুখ।

সমাপনী বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন যে, আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নির্যাতিত ফিলিস্তিন মুসলিম ভাই-বোনদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশের উদেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী’র নির্দেশে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল্-কুদস দিবস পালিত হয়ে আসছে। তিনি আশাবাদ ব্যক্তকরে বলেন খুব শিঘ্রই ইসরাইলের নাগপাশ থেকে ফিলিস্তিনী ভূখন্ড মুক্তি পাবে ইনশাআল্লাহ।#

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha