মঙ্গলবার ১৩ জুন ২০২৩ - ১৮:৪৭
দুর্নীতি ও সুদের ক্ষতি

হাওজা / হজরত ইমাম মুহাম্মাদ বাকির (আ.) একটি রেওয়ায়েতে দুর্নীতি ও সুদের ক্ষতির কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "আমালি-ই- সাদূক" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম বাকির (আ.) বলেছেন:

مَنْ أصابَ مالاً مِنْ غَلُولٍ أوَ رِباً أَو خِيانَةٍ اوَ سِرقَةٍ لَمْ يُقبـَلْ مِنـهُ فى زَكوةٍ وَ لا فى صَدَقَهٍ وَ لا فى حَجٍّ وَ لا عُمرَةٍ

যে ব্যক্তি দুর্নীতি, সুদ, খেয়ানত ও চুরির মাধ্যমে সম্পদ অর্জন করবে, তার এ সম্পদ ফরজ যাকাত, সাদকাহ, হজ ও ওমরার পেছনে ব্যয় করা গ্রহণযোগ্য হবে না।

(আমালি-ই- সাদূক, পৃ. ৪৪২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha