বুধবার ২৮ জুন ২০২৩ - ১০:১৩
আরাফার দিন এবং জাহান্নাম থেকে মুক্তি

হাওজা / মহানবী(সা.) একটি রেওয়ায়েতে আরাফার দিনের ফজিলতের দিকে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "সহীহ মুসলিম" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

মহানবী(সা.) বলেছেন:

ما مِن يَومٍ أكثَرَ أن يُعتِقَ اللّه ُ فِيهِ عَبدَا مِنَ النّارِ مِن يَومِ عَرَفَةَ

আরাফার চেয়ে উত্তম কোন দিন নেই যেদিন মহান আল্লাহ বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন।

(সহীহ মুসলিম, খন্ড ৪, পৃ. ১০৭)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha