বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩ - ১১:০০
ইহুদিবাদীদের দ্বারা হযরত ইউসুফ নবী (আ.)-এর মাজারের অপমান।

হাওজা / পশ্চিম জর্ডানের নাবলুস শহরে ইহুদিবাদী সরকারের সামরিক হামলায় আহতের সংখ্যা বেড়েছে। এদিকে, ফিলিস্তিনি জিহাদি সংগঠনগুলো ইহুদিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বুধবার উগ্রবাদী ইহুদিবাদীদের সহায়তায় পশ্চিম জর্ডানের নাবলুসে হযরত ইউসুফ (আ.)-এর মাজারে হামলা চালায় ইহুদি সৈন্যরা।

ফিলিস্তিনি সূত্র জানায়, এই হামলায় ৫৮ ফিলিস্তিনি আহত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল বালাতা এলাকায় ইহুদিবাদী সৈন্যরা দুই ফিলিস্তিনির বাড়িঘর উড়িয়ে দিয়েছে।

এ উপলক্ষে সারায়া আল-কুদসের সঙ্গে যুক্ত নাবলুস ব্যাটালিয়নের সৈন্যরা ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের জন্য, ইহুদিবাদী বাহিনী প্রতিদিন পশ্চিম জর্ডান এবং দখলকৃত জেরুজালেমে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে অনেক ফিলিস্তিনি শহীদ, আহত বা গ্রেফতার হচ্ছে।

হজরত ইউসুফ (আ.) থেকে সম্প্রিক্ত কবরস্থানটি পূর্ব নাবলুসের বালাতা ক্যাম্পের উপকণ্ঠে অবস্থিত।

১৯৬৭ সাল থেকে নাবলুসে হজরত ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে ফিলিস্তিনি ও জায়নবাদী চরমপন্থীদের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে এবং উভয়ের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha