অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
হানিয়া নাফতালী ( ইসরাইলী ) : বিশ্বের উচিত এ সব ক্ষুদ্র টাইম বোমা ( গাযায় ফিলিস্তীনী শিশুদের ) ধ্বংস করার জন্য আমাদের ( ইসরাইলীদের ) প্রতি কৃতজ্ঞ থাকা ।
আসলে আমরা ( ইসরাইলীরা ) ( গাযায় টাইম বোমা সদৃশ এ সব ছোট ছোট ফিলিস্তীনী শিশু হত্যা ও নিধন করে ) অনাগত বছরগুলোতে অন্য সকল জাতির ক্ষেত্রে অনুরূপ ঘটনাবলির পুনরাবৃত্তি আগেভাগেই রোধ করছি ও থামাচ্ছি মাত্র !!!!
এ ধরণের অপযুক্তি পেশ করলে আর কোনো রেড লাইনই বিদ্যমান থাকে না !!!!
এই হল ইসরাইল এবং ফিলিস্তীনীদের গণহত্যা তথা ফিলিস্তীনী শিশুদের হত্যার অপরাধ বৈধ করার ক্ষেত্রে তাদের ( ইসরাইলীদের ) যুক্তি ( বরং অপ যুক্তি বলাই শ্রেয় )। ইসরাইল সত্যি কত বড় জঘন্য বর্ণবাদী , কত বড় জঘন্য গণহত্যাকারী , কত বড় জঘন্য শিশু হত্যাকারী , কত বড় জঘন্য যুদ্ধাপরাধী !!!!
শুধু বিস্ময়ে , দু:খে , শোকে ও ক্ষোভে মুহ্যমান হয়ে যেতে হয় ।
ইসরাইলীরা আসলেই অমানুষ ।
ইসরাইলীদের মনুষ্যত্ব বলে কিছু নেই।
ইসরাইলীরা আসলে মানবতা ও মানব জাতিরই শত্রু।
আপনার কমেন্ট