বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ - ১০:০৭
আগ্রাসী ইহুদিবাদী সরকারের হামলায় এগারোজন ফিলিস্তিনি শহীদ

হাওজা / ইহুদিবাদী শাসকের যুদ্ধবিমান দক্ষিণ গাজার শহর খান ইউনিসের আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে, এতে আরও ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে ইহুদিবাদী সরকারের যুদ্ধবিমান গাজার বিভিন্ন এলাকায়, বিশেষ করে খান ইউনিস শহরে বোমাবর্ষণ করে, যার ফলস্বরূপ একই বাড়ির নয়জন ব্যক্তি এক হামলায় শহীদ হন।

বুধবার সকালে খান ইউনিসের হায় আলামাল এলাকায় মিকদাদ পরিবারের বাড়িতে ইসরািইলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করে, যাতে নয়জন শহীদ হন।

শাহরী খান ইউনিসের মাসকার এলাকায় আবু আমের নামের আরেক পরিবারের বাড়িতে বোমা হামলায় দুইজন শহীদ ও চারজন আহত হয়েছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha