সোমবার ৬ মে ২০২৪ - ১২:৫৪
মা পৃথিবীর সেরা উপহার

হাওজা / মা পৃথিবীর (সৃষ্টি জগতের) সেরা উপহার যার নেই কনো তুলনা।

কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী,

মা যে পৃথিবীর সেরা উপহার নেই তুলনা যার

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

পেয়েছো তুমি এই নিখিলে সওগাত খোদার

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

যদি পাওয়া যায় জান্নাত খোদার, এই ভুবন ও ধরায়

মায়ের চরণে পাওয়া যেত তা জ্ঞানী জনে তা শুধাই

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

ললাটে তোমার যদি থাকে ছায়া, সে তোমার দুঃখিনী মা

আখি মেলি চিত্তে দেখো বারে বার।

পূণ্য হবে অর্জন জীবনে তোমার।

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

নেই তুলনা যার........

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

সেবা করো ওহে কবি মুক্তার।

মায়ের মত কেউ হবে না তোমার-2

মা যে পৃথিবীর সেরা উপহার

মা যে পৃথিবীর সেরা উপহার

নেই তুলনা যার..........

মা যে পৃথিবীর সেরা উপহার।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha