শুক্রবার ৯ আগস্ট ২০২৪ - ১৩:২৪
হিংসা-বিদ্বেষ থেকেই কুফরির উত্থান

হাওজা / কুফর ও দ্বীন হীনতা হিংসা-বিদ্বেষ থেকেই শুরু হয়।

অনুবাদ: রাসেল আহমেদ রিজভী

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

اِيّاكُمْ اَنْ يَحْـسُدَ بَعْضُكُمْ بَعْضا فَاِنَّ الْكُفْرَ اَصْلُهُ الْحَـسَدُ.

তোমরা একে অপরের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করো না, কেননা কুফর ও দ্বীন হীনতা হিংসা-বিদ্বেষ থেকেই শুরু হয়।

[আ'য়ানুশ শিয়া, খন্ড- ১, হাদীস- ৬৭৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha