শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ - ২০:৩৯
ঘুমের প্রতীকী ছবি

হাওজা / রাতে ঘুমানোর পূর্বে করণীয় আমল সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে ৬টি উপদেশ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাতে ঘুমানোর পূর্বে করণীয় আমল সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে ৬টি উপদেশ দিয়েছেন তা নিম্নরূপ:

১. ঘুমানোর পূর্বে তিনবার সুরা ইখলাস তিলাওয়াত করো, যা এক খতম কোরআন পড়ার সমান।

২. নিজেকে হাশরের মাঠে নবীদের শাফায়াত লাভের যোগ্য করে নাও, পড়:

“আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আ'লা জামিয়ে'ল আনবি-ইয়াই ওয়াল মুরসালিন।”

[ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻲ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﺍﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ و ﻋَﻠَﻲ جمیع ﺍﻻ‌َﻧْﺒِﻴﺎﺀِ ﻭَﺍﻟﻤُﺮْﺳَﻠﻴﻦ.َ]

৩. সকল মু'মিন নর-নারীদের কাছ থেকে নিজেকে দাবীমুক্ত করে নাও, পড়: “আল্লাহুম্মাগ্বফির লিল মু'মিনিনা ওয়াল মু'মিনাত।”

[ُﺍَﻟﻠّﻬُﻢَّﺍﻏْﻔِرﻟِﻠْﻤُﺆْﻣِﻨﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨﺎﺕِ.]

৪. ফরজ হজ্ব ও ওমরা আদায় করে ঘুমাও, পড়: “সুবহানাল্লহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।”

[ﺳُﺒْﺤﺎﻥَ ﺍﻟﻠّﻪِ ﻭَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠّﻪِ ﻭَ ﻻ‌ﺍِﻟﻪَﺍِﻻ‌َّ ﺍﻟﻠّﻪُ ﻭَ ﺍﻟﻠّﻪُ ﺍَﻛْﺒَﺮُ.]

৫. হযরত ফাতিমা (সা.আ.)’র তাসবিহ (৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ) পাঠ করো।

৬. আয়াতুল কুরসী ১ বার, সুরা ফালাক্ব ১ বার, সুরা নাস ১ বার, সুরা কাফিরুন ১ বার তিলাওয়াত করো।

তথ্যসূত্র:

১. আওয়ালিমুল উলুম ওয়াল মাআ'রিফ ওয়াল আহওয়াল মিনাল আয়াত ওয়াল আখবার ওয়াল আক্বওয়াল, খন্ড- ১১, পৃষ্ঠা- ৮৫৭।

২. মুসতাদরাকুল ওয়াসায়েল, খন্ড- ৫, পৃষ্ঠা- ৪৯, হাদিস- ২১]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে উপরোক্ত আমলট করার তাওফিক দান করুক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha