হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জ্ঞান অর্জনই মানুষের ইহকালীন ও পরকালীন মর্যাদার পার্থক্য নির্ণয় করে দেয়। এ জ্ঞানের মর্যাদা দিতে গিয়েই আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসুলুল্লাহ্ (সা.) বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া কোনো মানুষ দেখতে চায়, সে যেন আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তির দিকে তাকায়।
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,
طالِبُ العِلمِ لايَموتُ أو يُمَتَّعَ جِدَّهُ بِقَدرِ كَدِّهِ.
জ্ঞান অন্বেষণকারী ততক্ষণ পর্যন্ত মারা যান না, যতক্ষণ না সে তার (জ্ঞান অন্বেষণের পথে কৃত) পরিশ্রমের সমপরিমাণ সুখ ও সৌভাগ্য উপভোগ করে।
আওয়ালী আল-লালী, খন্ড- ১, পৃষ্ঠা- ২৯২]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মুসলিম উম্মাহসহ সবাইকে ইহকাল ও পরকালের জন্য উপকারী ও কল্যাণকর জ্ঞান অর্জনের তাওফিক দান করুক।
আপনার কমেন্ট