হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম রেজা (আ.) বলেন,
مَن لَم يَشكُرِ المُنعِمَ مِنَ المَخلوقينَ لَم يَشكُرِ اللّه عَزَّ و جلَّ.
যে ব্যক্তি সৃষ্টির প্রতি (অর্থাৎ উপকার ও সহযোগিতাকারী ব্যক্তির প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার (অশেষ নিয়ামতের) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না!
[উয়ুনুল আখবারুর রিদ্বা, খন্ড- ২, পৃষ্ঠা- ২৪, হাদীস- ২]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে শুকরগুজার ও কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত করুক।
আপনার কমেন্ট