শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ - ১৪:৫৪
ফাতিমা জাহরার (সা:) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাওজা / সৈয়্যেদা সিদ্দিকা তাহেরা (আলাইহাস সালাম)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে 'মাদারিসে দারুজ্জাহরা (আলাইহাস সালাম) দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত উৎসব।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত ছাত্র-ছাত্রী জীবনের নব পর্যায়ে, অর্থাৎ দায়িত্বপূর্ণ এবং প্রাপ্তবয়স্কত্বের সূচনায় পদার্পণ করেছে তাঁদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন।

পরীক্ষায় অসাধারণ পারফরম্যান্স করা ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ।

আল-আনওয়ার আল-নাজাফিয়া ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম শেইখ আলী নাজাফি (দামা তায়িদুহু)-এর উপস্থিতি ও তত্ত্বাবধানে এবং মাদ্রাসার প্রশাসন, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের বিশাল অংশগ্রহণে, 'মাদারিসে দারুজ্জাহরা (আলাইহাস সালাম)' অনাথ শিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে প্রাপ্তবয়স্কত্বের সূচনায় পদার্পণ (বালিগ হওয়া) উপলক্ষে  মেহফিল অনুষ্ঠিত হয়। 

হুজ্জাতুল ইসলাম শেইখ আলী নাজাফি (দামা তায়িদুহু) তাঁর বক্তৃতায় যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রাপ্তবয়স্কতার নতুন অধ্যায়ে পদার্পণ করেছে তাঁদের প্রতি অভিনন্দন জানান। তিনি সৈয়্যেদা ফাতিমা যাহরা (আলাইহাস সালাম)-এর অনুকরণীয় জীবনধারা অনুসরণ করার এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর জীবনের শিক্ষা অনুযায়ী উত্তম আচরণ, দ্বীনের নীতিমালা পালন এবং আল্লাহর দিকে আহ্বান জানানো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর পথ অনুসরণ করা প্রতিটি মুসলিমের কর্তব্য এবং তাঁদের পদ্ধতিতে দৃঢ় থাকা আমাদের দীনী সাফল্যের দিকে নিয়ে যায়।" 

শেষে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তা'আলা তাঁদের পথপ্রদর্শক হন এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যান। 

মাদ্রাসার পরিচালক জনাব সাফা আল-ইফারি জানান, এই অনুষ্ঠানটি সৈয়্যেদা ফাতিমা যাহরা (আলাইহাস সালাম)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীদের প্রাপ্তবয়স্কতার নতুন অধ্যায়ে পদার্পণ করার মুহূর্তকে এক অনুপ্রাণিত ও আধ্যাত্মিক পরিবেশে উদযাপন করা যায়। 

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপরে হুজ্জাতুল ইসলাম শেইখ আলী নাজাফি বক্তৃতা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত এবং ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় শেইখ আহমাদ আদ-দার আল-আমিলিও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পরীক্ষায় উত্তম ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণের মাধ্যমে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ষষ্ঠ (প্রাথমিক) ও অষ্টম (মিডিল) শ্রেণির ছাত্র-ছাত্রীরা অন্তর্ভুক্ত ছিল।

#কেন্দ্রীয়_কার্যালয়, সমগ্র মুসলিম ও শিয়া বিশ্বের সর্বোচ্চ মারজা হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ #বশীর_হুসাইন_নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) 

#OfficeGrandAyatullahBashirHusainAlNajafy (DaamaZillohu)

#নাজাফে_আশরাফ #নাজাফ #নাজাফি #শিয়া #মোমিনিন

#NajafAshraf #najaf #najafy #shia #momeneen

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha