হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মাজমা’য়ে জাহানী আহলে বাইত (আ.) বা বিশ্ব আহলে বাইত (আ.) সংস্থার প্রধান আয়াতুল্লাহ রামাজানি রাজধানী ঢাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষাকেন্দ্র, ঢাকার মিরপুরে অবস্থিত কারবালা কেন্দ্রীয় হোসাইনিয়া এবং মোহাম্মদপুরের হোসাইনিয়া ও শিয়া মসজিদ পরিদর্শন শেষে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর খুলনা সফর করেছেন।
আয়াতুল্লাহ রামাজানি খুলনার দ্বীনি শিক্ষাকেন্দ্র মারকাজে দেরাসাত পরিদর্শন করেছেন। তিনি দ্বীনি শিক্ষাকেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।
এ সফরে তিনি এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আহলে বাইতের (আ.) মুবাল্লিগদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ওয়ালিয়ে আসর মসজিদে নামাজের ইমামতি করেছেন।
আপনার কমেন্ট