সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ - ১৮:৫৬
ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশেষ মাহফিল।

হাওজা / ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশেষ মাহফিল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট-এর উদ্যোগে খুলনায় এক বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ শাবান, ০২ ফেব্রুয়ারি (রবিবার), বাদ মাগরিব এ মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান (আ.) এর মাধ্যমে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। তিনি তাঁর বক্তব্যে ইমাম হুসাইন (আ.)-এর জীবন, আদর্শ ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "হযরত ইমাম হুসাইন (আ.) মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। তাঁর অবর্ণনীয় গুণাবলী, ত্যাগ ও মর্যাদা তুলে ধরা এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করা এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত উলামা কেরাম খুলনা-এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। এছাড়াও, বিভিন্ন অঞ্চল থেকে আগত ১০ জন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম মাহফিলে উপস্থিত ছিলেন।

এই মহতী আয়োজনে শিয়া ও সুন্নি মুসলিমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইমাম হুসাইন (আ.)-এর শিক্ষা ও মানবতার বার্তার প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মাহফিল শেষে দোয়া ও তবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha