শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ - ১১:৪৫
ইসরায়েলি বর্বরতায় বছরের প্রথম ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

হাওজা / ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বর্বর বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের প্রথম নয় দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আনুমানিক ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয়ে চলমান এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় বহু লোক আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। 

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সংবাদমাধ্যমটির প্রতিবেদক জানান, সেখানে মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার মধ্যেই গাজায় পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনে প্রায় ২৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কমপক্ষে ৪৬ হাজার ৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন আহত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha