রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ - ১২:২২

হাওজা নিউজ এজেন্সি: গতকাল (২৪ রজব), বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার নূরনগর শ্যামনগরের গুলশানে যাহরা ইমাম বাড়িতে নবী করীম (সা.)’র উত্তরসূরী ও পবিত্র আহলে বাইতের (আ.) সপ্তম ইমাম হযরত ইমাম মুসা কাজীম (আ.)’র পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

উক্ত শোক মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সাজেদুল ইসলাম খান সাহেব। উক্ত শোক মজলিসে স্থানীয় ধর্মপ্রাণ শিয়া মু'মিন ও মু’মিনাত উপস্থিত ছিলেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha