বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:০০

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

পরম দয়ালু ও করুণাময় মহান আল্লাহর নামে
      শাবান মাসের পবিত্র উৎসবসমূহের (আ'য়াদ-ই শা'বানীয়াহ্) শুভ আগমন, এবং একইসাথে ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের দশ শুভ্র শ্বেত প্রভাত (১২বাহমান-২২বাহমান মোতাবেক ১ ফেব্রুয়ারি-১১ফেব্রুয়ারি)—যা মহামুক্তি (ফারাজ) এবং প্রতীক্ষিত ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের শুভ সূচনার বার্তাবাহক — এ দুই মহান শুভ উপলক্ষের সমাগমে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন , শুভেচ্ছা,তাবরীক ও তাহনিয়ত জ্ঞাপন করছি। ইসলামী বিপ্লব বিজয়ের কী যে অসাধারণ শ্বেত শুভ্র এ দশ প্রভাত (দাহেয়ে ফজর) যা  মুক্তি ও রেহাইয়ের আলোক বর্তিকা জ্বালিয়েছে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন এ সমকালীন বিশ্বে!
       আর শাবান মাসের এই পবিত্র দিনগুলি শত সহস্র গুণ আলো ও আধ্যাত্মিক আনন্দ বৃদ্ধি করেছে এ দশ শ্বেত শুভ্র আলোর প্রভাতে। পবিত্র শাবান মাসের এই মহিমান্বিত দিবসগুলোয় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদদের নেতা, ইমাম হুসাইন (আ.)কে ৩ শাবান তাঁর শুভ জন্মদিনে,স্মরণ করি তাঁর বিশ্বস্ত পতাকাবাহী সমর নায়ক মহাবীর হযরত আবুল ফযল আব্বাস (আ.)কে ৪ শা'বান তাঁর শুভ জন্মদিনে এবং ইবাদতকারীদের শোভা ও সৌন্দর্য (যাইনুল আবেদিন) ইমাম আলী ইবনুল হুসাইন (আ.)কে ৪ শা'বান তাঁর শুভ জন্মদিনে। এছাড়াও, রাসূলের (সা.) প্রতিচ্ছবি হযরত আলী আকবর (আ.) যিনি হযরত ইমাম হুসাইনের (আ.) জ্যৈষ্ঠ পুত্র তাঁর মহতি জন্মোৎসব উপলক্ষে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
     এই দিনগুলোয় আমাদের কর্তব্য মহান আল্লাহর দরবারে অপার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ মহান আল্লাহ আমাদেরকে মহা আনন্দ উৎসবের খুশির বান ও আলোর বন্যায় ভাসিয়ে দিয়েছেন। আমরা তাঁর কাছ থেকে আরও অনুগ্রহ, হেদায়েত এবং আশীর্বাদ কামনা করি, যাতে তিনি আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন।
     এই আনন্দঘন মূহুর্ত গুলোয়, আমরা ইমামত ও বেলায়তের আকাশের চতুর্থ উজ্জ্বল নক্ষত্র, হযরত সাইয়েদুস্ সাজেদিন ইমাম যাইনুল আবেদিন (আ.) এবং কারবালার মহাবীর হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
    এই পবিত্র দিনগুলো (এই জন্মদিবস সমূহ)
 হোক শান্তি, প্রেম ও মুক্তির বার্তা বয়ে আনার উপলক্ষ!


মুহাম্মদ মুনীর হুসাইন খান 


---

আপনার কমেন্ট

You are replying to: .
captcha