বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:১১
আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি যাঞ্জানি

হাওজা / আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি যাঞ্জানি ও আয়াতুল্লাহ রিশাহরির (রহ.) বছরের পর বছর ধরে বিজ্ঞানচর্চার বিশেষ স্বীকৃতি।

হাওজা নিউজ এজেন্সি, কুমে অনুষ্ঠিত ২৬তম 'হাওজার বর্ষসেরা গ্রন্থ' সম্মেলনে আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি যাঞ্জানি ও প্রয়াত আয়াতুল্লাহ রেইশাহরির দীর্ঘকালীন গবেষণা ও বৈজ্ঞানিক অবদানের বিশেষভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

 আজ সকালে ২৬তম 'হাওজার বর্ষসেরা গ্রন্থ' পুরস্কার এবং ৮ম বৈজ্ঞানিক প্রবন্ধ উৎসব কুমের ইমাম কাজিম (রহ.) ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ইরানসহ মিসর, ইরাক এবং অন্যান্য দেশের ধর্মীয় ও একাডেমিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি যাঞ্জানিকে '২৬তম হাওজার বর্ষসেরা গ্রন্থ সম্মেলনের বিশেষ বৈজ্ঞানিক ব্যক্তিত্ব' হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁর বারো খণ্ডের গ্রন্থ 'নিকাহ' এই সম্মেলনের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে নির্বাচিত হয়।

এছাড়া, ২৬তম হাওজার বর্ষসেরা গ্রন্থ সম্মেলনের বৈজ্ঞানিক পরিষদ আয়াতুল্লাহ রেইশাহরির ৬০ বছরের বৈজ্ঞানিক ও গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'প্রভাবশালী হাদিস গবেষক ও রাজনৈতিক চিন্তাবিদ' হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক গবেষণা, গ্রন্থ, থিসিস এবং গবেষণা প্রবন্ধসমূহের জন্যও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha