হাওজা নিউজ এজেন্সি: ইসরায়েলি এই সমরাস্ত্র বিশ্লেষক বলেন, ৪৯০ দিনের যুদ্ধের পরও হামাস বিশ্বের শীর্ষ পরাশক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে সাহস পাচ্ছে—এটাই এখন বাস্তবতা।
এ অবস্থায় ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর উচিত নিজেদের আয়নায় তাকিয়ে প্রশ্ন করা— এখানে আমরা আর কারা?
তবে, আমির বাহবুতের উক্তির প্রতিক্রিয়ায় তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির বাংলাদেশি সাংবাদিক গোলাম সরোয়ার বলেছেন, আপাতদৃষ্টিতে সে হামাসের শক্তিমত্তাকে বড় করে দেখছে মনে হলেও, এটা তার দুরভিসন্ধি। সে কট্টর পশ্চিমা মনস্তত্বে সুকৌশলে আঘাত হানছেন যাতে গাজায় সরাসরি মার্কিন আগ্রাসন আরো ত্বরান্বিত হয়।
আপনার কমেন্ট