বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:০০
সিরিয়ায় স্থায়ী হচ্ছে ইসরায়েলের দখলদারিত্ব; নির্মান হচ্ছে ৯টি স্থায়ী সামরিক ঘাঁটি

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ায় স্থায়ী ঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সিরিয়ার অভ্যন্তরে ৯টি সামরিক ঘাঁটি নির্মাণ করছে দখলদার বাহিনী।

হাওজা নিউজ এজেন্সি: সিরিয়ায় ইসরায়েলি সামরিক উপস্থিতি এখন আর সাময়িক নয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর রেডিও স্টেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ২০২৫ সাল জুড়ে সিরিয়ায় অবস্থান করার পরিকল্পনা করছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল ৯টি সামরিক স্থাপনা নির্মাণ করছে। এছাড়া, দেশটিতে তিনটি ব্রিগেড মোতায়েন রয়েছে, যা সেখানে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদি উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ইসরায়েলি আর্মি রেডিও

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha