শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৫:১৮
ইমাম মেহেদী (আ:)

হাউজা / প্রতি বছরের ন্যায় এ বছরও ইমাম মেহেদী (আ:) এর জন্মদিন উপলক্ষে গোয়াল আটি যায়নাবিয়া  ইমাম বারগাহতে একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

সালামুন আলাইকুম
প্রতি বছরের ন্যায় এ বছরও ইমাম মেহেদী (আ:) এর জন্মদিন উপলক্ষে গোয়াল আটি যায়নাবিয়া  ইমাম বারগাহতে একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের অংশ গ্রহণ করার জন্য একান্ত কামনা করি। উক্ত মাহফিলে পশ্চিম বঙ্গের বিশিষ্ট মাওলানা গন ও বাইরে থেকে শোরায়ে কেরাম উপস্থিত থাকবেন 
মাওলানা সৈয়েদ ফিরোজ হুসায়েন যায়দি সাহেব {ফাউন্ডার অফ ৭২ শহিদানে  কারবালা}
মাওলানা আবু তালিব গাজি সাহেব {পেশ ইমাম গোয়ালআটি মসজিদ ও ইনচার্জ অফ জাফারি মাদ্রাসা পশ্চিম বঙ্গ}

মাওলানা মাসুম আলি নাজাফি সাহেব
{আইনজীবী আয়াতুল্লাহ ইয়াকুবি সাহেব পশ্চিম বঙ্গ}
মাওলানা গোলাম সারওয়ার নাজাফি সাহেব{ পেশ ইমাম চন্ডিপুর দক্ষিণ ২৪ পরগণা}
মাওলানা হুসায়েন আলি কুম্মী সাহেব{শিক্ষক মাদ্রাসা ইমাম বাকির *আ:* *ভিওয়ান্ডি নাজাফি হাউস মুম্বাই* 
মাওলানা সৈয়েদ কাসিম রেজা রিজভী সাহেব{প্রধান শিক্ষক মাদ্রাসা আসকারিয়া}
মাওলানা হাসান আব্বাস  কুম্মী সাহেব
 
কোরআন তেলাওয়াত -মাওলানা আরশাদ আলি কুম্মী সাহেব{ ইমামে জুমা কোয়াবেড়িয়া দক্ষিণ ২৪ পরগণা}
পরিচালক - জনাব পারভেয বালিয়াভি সাহেব 
অথিতি শায়ের - মাওলানা সৈয়েদ শাহিনশাহ মিরজাপুরী 
 সাহেব
মাওলানা সৈয়েদ কায়েদ আব্বাস রিজভী সাহেব{ শিক্ষক মাদ্রাসা আসকারিয়া ,সিওান বিহার}

মাওলানা এযাজ হুসায়েন সাহেব{ পরিদর্শক তানজিমুল মাকাতিব }
জানাব  সাজ্জাদ হাল্লোরি সাহেব 
জানাব  সাওয়ান হাল্লোরি সাহেব 

স্থান - গোয়ালআটি যায়নাবিয়া  ইমাম বারগাহ্ 
তারিখ - ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

আপনার কমেন্ট

You are replying to: .
captcha