শুক্রবার ২৮ মার্চ ২০২৫ - ১৯:৫৫
বিশ্ব কুদস দিবস উপলক্ষে আল-কুদস সম্মেলন

বিশ্ব কুদস দিবস উপলক্ষে বাইতুল মুকাদ্দাসের মুক্তি, নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলি সরকারের অব্যাহত নৃশংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির ঐতিহাসিক ইয়াওয়ান গালিবে "আল-কুদস সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশ্ব কুদস দিবস উপলক্ষে আল-কুদস সম্মেলনের আয়োজন  

২৭ মার্চ, নতুন দিল্লি  

বিশ্ব কুদস দিবস উপলক্ষে বাইতুল মুকাদ্দাসের মুক্তি, নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলি সরকারের অব্যাহত নৃশংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির ঐতিহাসিক ইয়াওয়ান গালিবে "আল-কুদস সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে। আল-ইন্ডিয়া শিয়া কাউন্সিলের আয়োজনে এই সম্মেলনে বিশিষ্ট আলেম ও জাতীয় নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় ফিলিস্তিনে চলমান বর্বরোচিত হত্যাকাণ্ড ও গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন।  

এই উপলক্ষে ভারততে ইসলামি বিপ্লবের নেতা ইরানের প্রতিনিধি আগা মেহদি মেহদভি পুর বলেছেন, ইসরাইলের আগ্রাসন ও গাজায় চলমান নিপীড়ন এবং ছড়িয়ে পড়া লাশের উপর বিশ্ব কতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করবে? আমাদের সকলের দায়িত্ব সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনের মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. ইরাজ ইলাহি বলেন, আজ ফিলিস্তিনি জাতি চরম নিপীড়নের শিকার। মাত্র কয়েক দিন আগে একদিনে চারশত মানুষ হত্যা করা হয়েছে, কিন্তু বিশ্ব কোথাও কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে না।

ইরাক দূতাবাসের প্রথম সচিব আহমেদ হাশেম আতিফা বলেন, ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, যেখানে শিশু ও নারীদের পর্যন্ত হত্যা করা হচ্ছে।

ড. তাসলিম আহমেদ রহমানী, প্রেসিডেন্ট, মুসলিম পলিটিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, বলেন, আরবরা তাদের সম্মান নিয়ে গর্ব করে, কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে তাদের নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক।

আল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র কাসিম রাসুল ইলিয়াস ইমাম খোমেইনি (রহ.)-কে স্মরণ করে বলেন, "ইমাম খোমেইনি ফিলিস্তিন ইসস্যুকে চিরজীবিত করে দিয়েছেন। সংসদ সদস্য রুহুল্লাহ মেহদি বলেন, যেখানেই নিরীহ মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে, সেখানেই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের দায়িত্ব। 

মাওলানা মুহসিন তাকভি, ইমামে জুমা, কাশ্মীরি গেট, বলেন, মিডিয়ার ভুল প্রচারণা সত্ত্বেও আজ বিশ্ব ভালোভাবেই জানে কে অত্যাচারী আর কে নির্যাতিত।

সংসদ সদস্য মাওলানা মুহিবুল্লাহ নদভি বলেন, গত দেড় বছরে গাজায় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি নিরপরাধ মানুষ শহীদ হয়েছে।

সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ আদিব বলেন, ফিলিস্তিনের ভূমি সর্বদা ফিলিস্তিনিদেরই ছিল এবং থাকবে।

পিস মিশনের প্রেসিডেন্ট সরদার দয়া সিং বলেন, আমরা মানুষ এবং ফিলিস্তিন ইস্যু মানবতার ইস্যু। আমরা এখানে নির্যাতিতদের সাথে একাত্মতা প্রকাশ করতে জড়ো হয়েছি।

মাওলানা আলী কাওসার কাইফির কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। আল-ইন্ডিয়া শিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট মাওলানা জিনান আসগর মোল্লাই সঞ্চালনার দায়িত্ব পালন করেন, আর জেনারেল সেক্রেটারি মাওলানা মির্জা ইমরান আলি স্বাগত বক্তব্য রাখেন। আল-ইন্ডিয়া শিয়া কাউন্সিলের মুখপাত্র ও কনভেনর মাওলানা জালাল হায়দার নকভি অতিথিদের ধন্যবাদ জানান। সম্মেলনে বিপুল সংখ্যক রোজাদার তাওহিদপ্রাণ মুসলিম ও আলেমগণ অংশগ্রহণ করেন। শেষে মাওলানা শেখ মুহাম্মাদ আসকারির দোয়া দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha