শনিবার ২২ মার্চ ২০২৫ - ১৯:১৩
21-শে রমযান উপলক্ষ্যে শোক-মজলিশ !!

হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত পশ্চিম বাউড়িয়া মধ্যপাড়ায় অবস্থিত মসজিদ-এ-কুবা প্রাঙ্গণে আজ একটি শোক-মজলিশের আয়োজন করা হয়৷ 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত পশ্চিম বাউড়িয়া মধ্যপাড়ায় অবস্থিত মসজিদ-এ-কুবা প্রাঙ্গণে আজ একটি শোক-মজলিশের আয়োজন করা হয়৷ 

২১-শে রমযান হযরত আলী (আঃ)-এর মর্মান্তিক শাহাদত উপলক্ষ্যে এই শোকানুষ্টানের আয়োজন করে 'আঞ্জুমানে আলী আসগার' কমিটি৷ 
উক্ত শোকানুষ্টানের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মওলানা রিজওয়ানুস সালাম খান, জনাব মওলানা মমতাজুল খান, জনাব মওলানা মোকাব্বির হাসান খান ও আমি মুস্তাক আহমদ৷ 

শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন আশে পাশের গ্রামবাসীবৃন্দ৷ এই অনুষ্টানে নোহা পরিবেশন করে সাইনূর মীর৷

হযরত আলী (আঃ)-কে কেন শহীদ করা হয়েছিল ? কারা শহীদ করেছিল ?? এ প্রসঙ্গে আলোচনা উপস্থাপনা করা হয় আজকের শোকানুষ্টানে ৷
অনুষ্টান শেষে শোক-পথযাত্ররাও আয়োজন করা হয়৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha