শুক্রবার ২৮ মার্চ ২০২৫ - ২০:৩৭
পবিত্র কুদস দিবস পালিত হয়েছে

ভারতবর্ষের পশ্চিমবাংলার কুলিয়া গ্রামের সকল মুসলমান অর্থাৎ শিয়া সুন্নি মিলিত ভাবে বাইতুল মুকাদ্দাস যেটি ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে, তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

সালামুন আলাইকুম,
  আজ   28/03/2025- শুক্রবার, রমজান মাসের শেষ শুক্রবার। এটি একটি ঐতিহাসিক দিন হিসাবে পরিচিত। তাই আমরা ভারতবর্ষের পশ্চিমবাংলার কুলিয়া গ্রামের সকল মুসলমান অর্থাৎ শিয়া সুন্নি মিলিত ভাবে বাইতুল মুকাদ্দাস যেটি ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে, তার মুক্তির দাবিতে এবং যে নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ  ইসরাইল ফিলিস্তিনের উপরে চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজ আমরা জুমার পরে একটি সম্মিলিত ঐতিহাসিক মুসলিম ঐক্যের বার্তা দিয়ে একটি পথ মিছিল বার করেছি।উভয় মাযহাবের ওলামাগণ এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
স্লোগান-
যুগের ইমাম দিচ্ছে হাক 
ইসরাইল নিপাত যাক 

যুগের ইমাম দিচ্ছে হাক 
আমেরিকা নিপাত যাক

এ যুগের মালিক আসতার 
হিজবুল্লাহর কমান্ডার 

ইয়েমেনের আনসারউল্লাহ (হুথি)
ইসরাইলের মুখে মারো লাথি

ইসরাইলের পণ্য 
হারাম মোদের জন্য 

বয়কট হোক ইসরাইল
সঙ্গে আছি ফিলিস্তীন 

ফিলিস্তীন জিন্দাবাদ 
জিন্দাবাদ জিন্দাবাদ

হিজবুল্লাহ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ 

আপনার কমেন্ট

You are replying to: .
captcha