মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলের সহ-সভাপতি ও খতিব জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জনাব আফতাব হোসেন নাকাভী সাহেব।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জনাব আফতাব হোসেন নাকাভী সাহেব এই দিনের গুরুত্ব, ফযিলত ও বিশেষ আমল সম্পর্কে আলোচনা করেন।
তিনি তিনি ইমাম মাহদী (আ.ফা.)’র আগমনের প্রেক্ষাপট, তাৎপর্য এবং শিয়াদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, ইমাম মাহদী (আ.ফা.) ন্যায়পরায়ণতা ও ভেদাভেদবিহীন বিশ্ব প্রতিষ্ঠার জন্য আসবেন এবং পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। তাঁর আগমনের লক্ষণসমূহ এবং ইসলামে তাঁর অবস্থান সম্পর্কে সচেতন হওয়া শিয়াদের কর্তব্য বলে উল্লেখ করেন।
বক্তবের শেষে তিনি ইমাম যামানের (আ.ফা.)’র আবির্ভাব ত্বরান্বিত, রাহবারে মোয়াজ্জাম ইনকিলাবের দীর্ঘায়ু ও সুস্থতা এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।
এছাড়াও মাহফিলে কুরআন তিলাওয়াত, নাশিদ ও মানকাবাত পরিবেশন এবং এই দিনের বিশেষ দোয়া, জিয়ারত পাঠ ও আমলের আয়োজন করা হয়।
আপনার কমেন্ট