রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ - ২১:০০
বগুড়ায় ইমাম মাহদী (আ.ফা.)’র পবিত্র জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাওজা / বিশ্ব জাহানের মুক্তির দূত, ইমামে যামানা- হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পবিত্র জন্ম দিবস উপলক্ষে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের তত্বাবধানে বগুড়া শহরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: বিশ্ব জাহানের মুক্তির দূত, ইমামে যামানা- হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পবিত্র জন্ম দিবস উপলক্ষে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের তত্বাবধানে বগুড়া শহরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ড. মোহাম্মদ আনোয়ারুল কবির আরিফ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষক মন্ডলী ও বিভিন্ন এলাকার সম্মানিত সুধীজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশে আহলে বাইতের (আ.) প্রবীণ মুবাল্লিগ ও  ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব জাফর মন্ডল সাহেব।

অনুষ্ঠানের প্রধান আলোচক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ড. মোহাম্মদ আনোয়ারুল কবির আরিফ সাহেব ইমাম মাহদী আলাইহিস সালামের মারেফাত, তাঁর দীর্ঘ আয়ু ও তাঁর শাসনব্যবস্থা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, প্রত্যেক মুসলমানের উচিত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বিস্তর অধ্যায়ন করা, তাঁর মারেফাত অর্জন করা। কেননা মারেফাত অর্জিত না হলে কারো পক্ষে যথাযোগ্যভাবে আনুগত্য করা সম্ভব নয়।

মুমিন ও মুসলমানদের সর্বদা নিজেদকে বিশ্বাস, চিন্তা, নৈতিকতা ও প্রতিরক্ষার দিক থেকে প্রস্তুত থাকা উচিত। তিনি বলেন, আত্ম-উন্নয়ন, অন্যদের উন্নয়ন এবং ইমাম মাহদী (আ.ফা.) এর আবির্ভাবের জন্য প্রস্তুতি নেওয়া মুমিনদের দায়িত্ব।

তিনি বলেন, প্রকৃতপক্ষে শাসনের উদ্দেশ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং সমাজে কারও প্রতি জুলুম না করা। প্রত্যেক মুসলমানের উচিত তার অবস্থান থেকে ধর্মীয় জ্ঞান অর্জন ও তা প্রচার করার জন্য পদক্ষেপ নেওয়া। কারো উপর জুলুম না করা।

তিনি জোর দিয়ে বলে, ঈমান রক্ষা করা এবং ন্যায়বিচারের দাবি জানানোর একটি মূল্য আছে। ইতিহাসে উদ্দেশ্য প্রণোদিত ও বিকৃতভাবে বলা হয়েছে যে ইমাম মাহদী (আ.ফা.) এর ন্যায়পরায়ণ শাসন রক্তপাতের সাথে জড়িত, যদিও হাদীস অনুযায়ী এই সংঘাতগুলি তাঁর আবির্ভাবের আগেই ঘটবে।

ইমাম মাহদী (আ.ফা.) আসবেন এবং পৃথিবী থেকে সকল জুলুম-অবিচার, ভেদাভেদ ও হানাহানি দূর করবেন, ন্যায় বিচার ও প্রশান্তিতে দুনিয়াকে পূর্ণ করবেন।

আলোচনা সভার শেষে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইমাম যামানের (আ.ফা.)’র আবির্ভাব ত্বরান্বিত, রাহবারে মোয়াজ্জাম ইনকিলাবের দীর্ঘায়ু ও সুস্থতা এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha