হাওজা নিউজ এজেন্সি: ইতোমধ্যেই এই সিদ্ধান্ত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে তেলেঙ্গ রাজ্য সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, নির্দেশনা অনুসারে, শিক্ষক, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মী, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সেক্টরের কর্মচারীসহ সমস্ত মুসলিম কর্মচারীদেররমজান মাস চলাকালীন ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিকেল ৪ টায় অফিস ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে।
তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতেই আগামী ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয় নির্দেশনায়। যেসব মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন করতে বলা হয়েছে।
এদিকে পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারীদের এক ঘণ্টা আগে অফিস ছেড়ে যাওয়ার অনুমতি দেয়ায় নিন্দা জানিয়েছে বিরোধী দল বিজেপি। দলটির প্রশ্ন— কেন সনাতনদের উৎসবের সময় এ ধরনের সুবিধা দেওয়া হয় না। তারা রাজ্য সরকারের সিদ্ধান্তকে ‘তুষ্টির রাজনীতি’ হিসেবে অভিহিত করেছে। তবে ক্ষমতাসীন দল বলেছে, রাজ্যে এ ধরনের পদক্ষেপ নতুন কিছু নয়।
আপনার কমেন্ট