হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী'র “ছবিযুক্ত পোশাকে নামাজ পড়া” সম্পর্কিত প্রশ্নের জবাব নিম্নরূপ:
প্রশ্ন: যদি এমন পোশাকে নামাজ পড়া হয় যেখানে মানুষের বা প্রাণীর ছবি রয়েছে, কিন্তু তা অন্য পোশাকের নিচে ঢাকা থাকে, তাহলে কি তা জায়েজ?
উত্তর: এটি জায়েজ, যদিও তা মাকরুহ (অপছন্দনীয়)। [বিশেষভাবে উল্লেখ্য যে, যদি কোনো ছবি নামাজে মনোনিবেশে ব্যাঘাত ঘটায় কিংবা মূর্তি পূজার সন্দেহ তৈরি করে তবে সতর্কতাবশত এড়িয়ে চলা উচিত!]
আপনার কমেন্ট