রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:১৪
হামাসের বিচক্ষণতাপূর্ণ বন্দি  বিনিময় অনুষ্ঠান; বাঁধ সাধল ইসরায়েল

হামাসের বিচক্ষণতাপূর্ণ ও আনুষ্ঠানিক বন্দি বিনিময় অনুষ্ঠান বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করলেও তা ইসরায়েলের অপমান ও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তারা ‘অনাড়ম্বর’ বন্দি বিনিময়ের শর্তে বন্দি বিনিময় স্থগিত করেছে।

হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের বিচক্ষণতাপূর্ণ ও কৌশলী মঞ্চে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসরায়েলি বন্দি মুক্তি দেয়াকে নিজেদের জন্য অপমানজনক ভাবছে ইসরায়েল। এজন্য তারা সামনে কোনো আয়োজন ছাড়াই ইসরায়েলি বন্দিদের ছেড়ে দেয়া হবে, এই নিশ্চয়তা আসার আগ পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিয়েছে।

দ্য জেরুজালেম পোস্ট আজ (রবিবার) লিখেছে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে: “হামাস বারবার চুক্তি লঙ্ঘন করেছে, বন্দিদের নিয়ে মর্যাদাহানিকর অনুষ্ঠান ও প্রপাগান্ডার জন্য তাদের ব্যবহার করছে। তাই গতকাল ফিলিস্তিনি সন্ত্রাসীদের নির্ধারিত মুক্তি বিলম্বিত করা হয়েছে, যতক্ষণ না কোনো আয়োজন ছাড়াই পরবর্তী বন্দিদের মুক্তির নিশ্চয়তা পাওয়া যায়।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha