রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ২৩:১৯
শহীদ হাসান নাসরুল্লাহ (র:আ:) ও শহীদ হাশিম শাফিআদদিন (র:আ:) স্মরণে মজলিস

আজ রবিবার নামাজে মাগরিবায়েনের পরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহাসিক নারিকেলবেড়িয়া কারবালাতে তাতহীর  ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে শহীদ হাসান নাসরুল্লাহ (র:আ:) ও শহীদ হাশিম শাফিআদদিন (র:আ:) স্মরণে মজলিস অনুষ্ঠিত হয়। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের বৈরুতে অনুষ্ঠিত শহীদগণের জানাজায় শারীরিক ভাবে উপস্থিত না থাকতে পারার ব্যথাকে কমাতে ও শোকাহত অনুগামীদের সাথে একাত্মতা জানাতে  বিভিন্ন গ্রামের আঞ্জুমানের সদস্যগণ (মোট প্রায়  ১৫০ জন পুরুষ ও নারী) অধীর আগ্রহের সাথে উক্ত শোকানুষ্ঠানে  অংশগ্রহণ করেন।

 পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবেদীন সাহেব, মার্সিয়া পাঠ করেন জনাব আক্তার হোসেন সাহেব এবং মজলিস পড়েন মাওলানা জামসেদ আলী সাহেব।

 মাওলানা জামসেদ আলী সাহেব তাঁর বক্তব্যে শহীদগণের জীবন বৃত্তান্ত, হিজবুল্লাহ গঠনের ইতিহাস ও তাদের কার্যকলাপ, আমাদের বিবেককে কাজে লাগিয়ে কিভাবে সঠিক ইসলামের কাজ গুলো পালন করতে পারি, কোরআন ও হাদিসের আলোকে শহীদদের গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপরে আলোকপাত করেন। 

দোয়া পাঠ ও তাবারুক বিতরণের মাধ্যমে এই শোক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha