হাওজা নিউজ এজেন্সি: গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাযা ও দাফন অনুষ্ঠানে প্রায় ১৫ লাখ মানুষ অংশগ্রহণ করেন।
ইসলামি জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল বিরোধী প্রতিরোধ কেবল একটি অভিমত নয়, বরং জাতির চেতনায় গভীরভাবে প্রোথিত একটি পথ। বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে শহীদ নাসরুল্লাহ ও শহীদ সাফিউদ্দিনের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। এতে বলা হয়, এই মহান শহীদদের রক্ত প্রতিরোধ যোদ্ধাদের মনোবল দৃঢ় করেছে এবং তাদেরকে ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনি ভূমি মুক্ত করতে দৃঢ়প্রত্যয়ী করেছে।
ইসলামি জিহাদ আরো উল্লেখ করেছে, শহীদ নাসরুল্লাহ ও তার অনুসারীরা জেরুজালেম আল-কুদস মুক্ত করার সংকল্প থেকে কখনও সরে যাননি এবং তারা ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না।
দাফন অনুষ্ঠানে হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জীবনাবসানকে স্মরণ করে সংগঠনের বর্তমান মহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, নাসরুল্লাহ ফিলিস্তিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি শহীদ মহাসচিবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, হিজবুল্লাহ সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবিচলতার সঙ্গে নিজের পথচলা অব্যাহত রাখবে।
এই বিশাল দাফন অনুষ্ঠান ও ইসলামি জিহাদ আন্দোলনের বিবৃতি সকল প্রতিরোধ আন্দোলনের ঐক্য, শক্তি ও সংকল্পের পুনর্ব্যক্ত করেছে বলে মনে করা হচ্ছে।
আপনার কমেন্ট