সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:১৮
অল ইন্ডিয়া জশনে ইমামে জামানা (আ.)-এর কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

অল ইন্ডিয়া জশনে ইমামে জামানা (আ.) এর আয়োজনে একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় প্রায় ৪৫ জন মেধাবী শিশু অংশগ্রহণ করে তাদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মাহদী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অল ইন্ডিয়া জশনে ইমামে জামানা (আ.) এর আয়োজনে একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় প্রায় ৪৫ জন মেধাবী শিশু অংশগ্রহণ করে তাদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়। অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করা হয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।  

প্রতিযোগিতার মূল্যায়ন করেন বিশিষ্ট পরীক্ষক হুজ্জাতুল ইসলাম মাওলানা আকরাম হুসাইন সাহেব ও হুজ্জাতুল ইসলাম আসাদ রেজা সাহেব। তাদের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।  

এই অনুষ্ঠানের আয়োজন করে আনজুমানে মুনতাজিরে ইমাম মাহদী (আ.) যারা ইমাম মাহদী (আ.)-এর আদর্শ ও শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  

ইভেন্টের বিবরণ:
- তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
- স্থান: ঢালি পাড়া, চৌরাশী, দেওগঙ্গা  
- আয়োজক: আনজুমানে মুনতাজিরে ইমাম মাহদী (আ.)  

এই প্রতিযোগিতা শিশুদের মধ্যে ইমাম মাহদী (আ.)-এর শিক্ষা ও আদর্শ সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকল অংশগ্রহণকারী, আয়োজক ও পরীক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha