শুক্রবার ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:৩৩
নায়েল বারগুথি: বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি নেতা নায়েল বারগুথি বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় (৪৫ বছর) কারাবাসের পর গতকাল (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনৈতিক বন্দি হিসেবে পরিচিত বারগুথি প্রথমবার ১৯৭৮ সালে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হন। এরপর ৩৩ বছর বন্দীজীবন কাটানোর পর ২০১১ সালে শালিত ডিলের মাধ্যমে মুক্তি পান। তবে মাত্র তিন বছর পর ২০১৪ সালে তাকে আবারও আটক করা হয়। দুই দফায় মোট ৪৫ বছর কারাগারে কাটানোর পর তিনি মুক্ত হয়েছেন।

২০১১ সালে মুক্তির পর বারগুথি তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন, “আমার দীর্ঘ বন্দি জীবনে আমি দুইবার কারাগারের প্রধান ফটক পরিবর্তন হতে দেখেছি। এই দীর্ঘ সময়ে লোহার দরজা পর্যন্ত ক্ষয়ে গেছে। কিন্তু আমাদের মনোবল আগের মতোই অটুট।”

তার এই অদম্য মনোভাব এবং সংগ্রামী চেতনা ফিলিস্তিনি জনগণের আশা ও সংগ্রামেরই প্রতীক।

বারগুথির মুক্তি ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার অনুসারীরা মনে করেন, তার মুক্তি ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে। দীর্ঘ কারাবাসের পরও বারগুথির অটুট মনোবল এবং আদর্শের প্রতি অবিচল থাকা তাকে ফিলিস্তিনি জনগণের কাছে একজন কিংবদন্তি নেতায় পরিণত করেছে। তার মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha