শুক্রবার ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:৩৪
ইউক্রেন আমেরিকার অঙ্গীকার ভঙ্গের সর্বশেষ উদাহরণ

ইরানের কাশান প্রদেশের ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইনি বলেছেন, মুমিন কখনও বিপদে পড়ে না। যারা আমেরিকার সাথে আলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে সমস্যা সমাধানের আশা করছে, তারা আলোচনার ফলাফল ইউক্রেনে দেখতে পারে।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ সাঈদ হোসেইনি আজ জুমার খুতবায়, যা মুসাল্লায়ে বাকিয়াতুল্লাহ আল-আজম (আ.ফা.)-এ অনুষ্ঠিত হয়, তিনি ইমাম খোমেনি (রহ.) প্রতিষ্ঠিত ইমদাদ কমিটির (স্বেচ্ছাসেবক কমিটি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, গতকাল নেতৃত্ব পরিষদের সদস্যদের সাথে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে আমার দেখা হয়েছিল। আমি বলেছি, আমেরিকার নিষেধাজ্ঞা এক ধরনের, আর আল্লাহর নিষেধাজ্ঞা আরেক ধরনের। সবাই ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কী করা যায় তা নিয়ে চিন্তিত, কিন্তু আপনারা সুদ খাওয়ার মতো আল্লাহর নিষেধাজ্ঞা থেকে গাফেল হবেন না। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইনি বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের কেন্দ্রীয় ব্যাংককে সুদমুক্ত ঋণ (করজে হাসানা) পুনরায় চালু করতে হবে। তিনি বলেন, আমি ফারজিনকে বলেছি- মানুষের লেনদেনে সুদ ছড়িয়ে পড়ার কারণ হলো ব্যাংকগুলো করজে হাসানা ঋণ দেয় না। তাই এই ধরনের ঋণ পুনরায় চালু করুন। 

নেতৃত্ব পরিষদের সদস্য আয়াতুল্লাহ ইমামি কাশানির মৃত্যুবার্ষিকী স্মরণ করে বলেন, এই মহান আলেমের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার, ১১ ইসফান্ড (২৯ ফেব্রুয়ারি), মসজিদে মির আমাদ কাশানে আয়াতুল্লাহ খাতামির বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত হবে। 

হুজ্জাতুল ইসলাম ওল মুসলেমিন হোসেইনি পবিত্র রমজান মাসের গুরুত্ব উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ (সা.) শেষ জুমাতে শাবান মাসে বলেছেন, আল্লাহর শহর (রমজান) তোমাদের দিকে এগিয়ে আসছে। তাই এই মাসের ফজিলত থেকে গাফেল হবেন না। 

তিনি বলেন, আল্লাহর রীতি অনুযায়ী মুমিন কখনও বিপদে পড়ে না। যারা আমেরিকার সাথে আলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে সমস্যা সমাধানের আশা করছে, তারা আলোচনার ফলাফল ইউক্রেনে দেখতে পারে। 

নেতৃত্ব পরিষদের সদস্য চিকিৎসক ও ইরাকচির দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা বারবার ট্রাম্প ও ওবামার অঙ্গীকার ভঙ্গের অভিজ্ঞতা অর্জন করেছি এবং এর সর্বশেষ প্রকৃষ্ট উদাহরণ হলো ইউক্রেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha