হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল আবিবকে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের ব্যাপারে আলোচনায় বসতে হবে এবং যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলতে হবে।
হামদান আরও বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে সবকিছুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। এজন্য তারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে ‘প্রথম পর্যায়ের মেয়াদ বৃদ্ধি’ বা ‘অন্তর্বর্তী পর্যায়’ নামক একটি বিকল্প ধাপ সৃষ্টি করতে চাইছে। তবে এসব প্রচেষ্টা কোনো লাভ বয়ে আনবে না বলে তিনি দৃঢ়তার সাথে জানান।
লেবাননে অবস্থানরত হামাসের এই সিনিয়র নেতা আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতি চুক্তির অচলাবস্থার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই সম্পূর্ণ দায়ী। তিনি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আবার আগ্রাসন শুরু করতে চান বলে হামদান মন্তব্য করেন।
উল্লেখ্য, গাজায় গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ৪২ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম পর্যায় ১ মার্চ শেষ হয়েছে। কিন্তু তিন পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় ইসরায়েলের গড়িমসির কারণে এখনও শুরু করা সম্ভব হয়নি। এরই মধ্যে ইসরায়েল গাজা অভিমুখী সকল ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে। মিশরের রাফাহ ক্রসিংয়ে ত্রাণবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এছাড়া, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মাঝেমধ্যেই গাজার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে।
হামাসের পক্ষ থেকে বার্তাটি স্পষ্ট, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন ছাড়া পণবন্দি মুক্তি বা সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও হুমকি সংকট আরও বাড়িয়ে তুলছে বলে হামাসের নেতৃত্ব মনে করছে।
আপনার কমেন্ট