হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
প্রতিবেদনঃ মুস্তাক আহমদ
গত জানুয়ারী মাসে সুদূর কোচবিহার থেকে উত্তরবঙ্গ-প্রতিনিধি হয়ে এসেছিলেন দুই ভাই ৷ এবার সুদূর আসাম-প্রতিনিধি হয়ে গতকাল ১০-ই মার্চ দুজন বয়বৃদ্ধ এসেছেন রনমহল ইমাম সাদিক ইসলামিক রিসার্চ সেন্টারে৷
আসাম রাজ্যের ধূবড়ী জেলায় বাস করেন উনারা৷ আধুনিক যুগে ফেসবুক ও whatsapp গ্রুপের মাধ্যমে পরিচয়৷ আহলে বাইতের বই সংগ্রহ ও পবিত্র আহলে বাইত সংক্রান্ত আরও গভীর জ্ঞান চর্চার জন্য সুদূর আসাম থেকে ছুটে এসেছেন দুই সত্তর বছরের যুবক৷
যুবক বলবো না তো কি বলবো ?? যেখানে উলুবেড়িয়ায় বাসকারী মানুষ মুস্তাক আহমদ'কে কাফের ভাবেন, সেখানে ভিন্ন রাজ্য সুদূর ২৪ ঘন্টা পাড়ি দিয়ে আসাম থেকে, কোচবিহার থেকে বা বিভিন্ন রাজ্যের জেলার মানুষ ছুটে আসছেন রনমহল ইমাম সাদিক ইসলামিক রিসার্চ সেন্টারে৷
তবে এটি ঠিক, কোন অজুহাতেই মানুষকে আহলে বাইতের পরিচিতি ও তাঁদের মার্যাদার আলো থেকে আর কেউ দূরে রাখতে পারবে না৷ আজ বিকাল বেলা তাদের দুজনের হাতে আহলে বাইত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বহু বই তুলে দেওয়া হলো৷
আপনার কমেন্ট