মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ - ১৬:৫৩
গাজায় ইসরায়েলি নৃশংস হামলা; এ পর্যন্ত শহীদ ৪০৪

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও গাজায় গণহত্যা শুরু করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। ইহুদিবাদী বাহিনীর হামলায় এ পর্যন্ত নারী ও শিশু অন্তত ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্যদিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী বাহিনী গাজায় আবাসিক বাড়ি-ঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় শহীদের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। প্রাথমিক তথ্য মতে, হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha