হাওজা নিউজ এজেন্সি: ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, এই ঘটনায় প্রমাণিত হয় যে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের সামরিক সক্ষমতা বজায় রেখেছে। ইসরাইল গত ১৫ মাস ধরে উত্তর গাজায় ব্যাপক সামরিক অভিযান চালালেও হামাসের প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে পারেনি।
উল্লেখ্য, ইসরাইল পূর্বে দাবি করেছিল যে উত্তর গাজা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। তবে এই রকেট হামলা সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।
এখন পর্যন্ত রকেটটি আটকানোর বিষয়ে আইডিএফের পক্ষ থেকে কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
হাওজা নিউজ এজেন্সি / মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট