শুক্রবার ২৮ মার্চ ২০২৫ - ১৬:০৮
কুদস দিবসের গুরুত্বপূর্ণ বার্তা হল প্রতিরোধ ফ্রন্ট ও ফিলিস্তিনকে আশাবাদী করা

সর্বোচ্চ কমান্ডার-ইন-চীফের উচ্চপদস্থ সহকারী ও উপদেষ্টা সৈয়দ ইয়াহিয়া রহিম সাফভী বলেছেন, এই মিছিলের স্পষ্ট বার্তা হল ফিলিস্তিনি জনগণকে শক্তি ও আশা যোগানো। তিনি বলেন, বাস্তবে এই দিনটি মানবতা ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের দিন।

হাওজা নিউজ এজেন্সি: কুদস দিবস উপলক্ষে সেমনানে অনুষ্ঠিত মিছিলের পাশাপাশি সৈয়দ ইয়াহিয়া রহিম সাফভী সাংবাদিকদের সাথে আলোচনায় বলেন, ইরানজুড়ে কুদস দিবসের মিছিল মানবতা ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের দিন। তিনি বলেন, আজ ইরানের বিভিন্ন শহরে জনগণ রাস্তায় নেমে মানবতা ও স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন। 

তিনি বলেন, এই মিছিলের স্পষ্ট বার্তা হল ফিলিস্তিনি জনগণকে শক্তি ও আশা যোগানো। তিনি যোগ করেন, মুসলিম বিশ্বের শক্তি, তার ঐক্যবদ্ধতা ও ইসলামী উম্মাহর সংহতি ফিলিস্তিনি জনগণের সমর্থন ও প্রতিরোধের কৌশলই হল কুদস মুক্তির পথ। 

সর্বোচ্চ কমান্ডার-ইন-চীফের এই উচ্চপদস্থ সহকারী বলেন, ইহুদিবাদী রাষ্ট্রের ব্যাপক হত্যাযজ্ঞ রোধ করার একমাত্র উপায় হল ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য। তিনি বলেন, আমরা আশা করি মার্কিন প্রেসিডেন্ট ও অপরাধী ইহুদিবাদীরা এই বার্তা ভালোভাবে বুঝতে পারবে। 

সাফভী আরও বলেন, কুদস দিবসের মিছিলে জনগণের উপস্থিতির বার্তা হল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের মুজাহিদদের সাথে একাত্মতা প্রকাশ। 

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন ভূমির দখলদারদের পরিণতি ইতিহাসের অন্যান্য দখলদারদের মতোই ধ্বংস ও পতন। তিনি বলেন, ফিলিস্তিনিরাই তাদের ভূমি ও আবাসস্থলের প্রকৃত মালিক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha