শুক্রবার ২ মে ২০২৫ - ২০:০০
মুসলিম জনপদে অমুসলিম শক্তির আগ্রাসন প্রতিরোধ সমগ্র উম্মাহর দায়িত্ব

মুসলিম ভূখণ্ডে অমুসলিম শক্তির আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়।

হাওজা নিউজ এজেন্সি: এই সমাবেশে বক্তারা ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের মুসলমানদের ওপর চলমান নিপীড়নকে একই সূত্রে গাঁথা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে মুসল্লিরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ভারতের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’—এমন সব স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, এই নিপীড়নের বিরুদ্ধে সকল মুসলিম দেশের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, ভারতে একদিকে ফিলিস্তিনের গণহত্যায় ইসরাইলের সঙ্গে অংশগ্রহণ করছে, অপরদিকে নিজেদের দেশে মুসলমানদের ধর্মীয় সহায়-সম্পত্তি কেড়ে নিতে ওয়াকফ বিলের মতো আইন করছে। এসব কর্মকাণ্ডে ভারতীয় মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের সরকার কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং গেরুয়া সন্ত্রাসীদের দ্বারা গোটা ভারতে মুসলমানদের আক্রমণের শিকার করছে। তিনি এই সহিংসতা বন্ধের আহ্বান জানান এবং বিশ্ব দরবারে মুসলমানদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরার দাবি জানান।

সমাবেশে নারী কমিশনের ইসলামবিরোধী সুপারিশের কড়া সমালোচনা করে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, কিছু এনজিও ও ভারতীয় দালাল ইসলামি পারিবারিক আইন বাতিল করে অভিন্ন আইন চাপিয়ে দিতে চায়, যা মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করার অপচেষ্টা। তিনি নারী কমিশন ভেঙে দেওয়ার দাবি জানান এবং এই ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের আহ্বান জানান।

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ফিলিস্তিন থেকে আরাকান—প্রতিটি মুসলিম ভূখণ্ডে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উম্মাহর কর্তব্য। তিনি বলেন, “ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের লড়াই চলবে। এটি শুধু ফিলিস্তিনের নয়, প্রতিটি মুসলমান ও মুক্তিকামী মানুষের লড়াই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের গালীব ইহসান, আবদুস সালাম, মাহমুদুল হাসান, বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ, ফজলুর রহমান, এসএম রাফসান যানি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha