শুক্রবার ১৬ মে ২০২৫ - ১৯:০৬
শিয়া-সুন্নির বিভেদ ও মতদ্বন্ধ কেবল ইসলামের দুশমনদের লাভবান করছে

হাওজা নিউজ এজেন্সি’র প্রধান কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ উলামা সোসাইটির সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইব্রাহিম খলিল রাজাভী বর্তমান বিশ্বে মুসলমানদের পরিস্থিতি বিবেচনায় শিয়া-সুন্নি ও সকল মাজহাবের মধ্যে ঐক্যের আহবান জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: আসসালামু আলাইকুম। হাওজা নিউজ এজেন্সিতে আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইব্রাহিম খলিল রাজাভী: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাওজা নিউজ এজেন্সিতে আমাকে সাক্ষাৎকারের আমন্ত্রণ জানানোর আপনাদেরকেও ধন্যবাদ জানাই। 

হাওজা নিউজ: বাংলাদেশে হাওজা নিউজের প্রভাব কেমন এবং এর বিস্তারে করণীয় কী? 

মাওলানা ইব্রাহিম খলিল রাজাভী: বর্তমান বিশ্ব মিডিয়ার যুগ। মিডিয়ার মাধ্যমে অনেক সময় সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে হয়। দুর্ভাগ্যজনকভাবে এই মিডিয়া মুসলমানদের দুশমনদের হাতে। তারা এই শক্তিকে আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তাই গণমাধ্যমে মুসলমানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরী।

আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের আহলে বাইতপন্থীদের নিকট হাওজা নিউজ পৌঁছে গেছে। মাকতাবে আহলে বাইতের (আ.) সচেতন ও জ্ঞানীরা এই গণমাধ্যমের সম্পর্কে অবগত রয়েছে। দিন দিন পাঠকের সংখ্যাও বাড়ছে। তবে এই গণমাধ্যমকে পুরো বাংলাদেশের ও বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কেননা সকলেই এমন একটি বিশ্বস্ত গণমাধ্যমের প্রত্যাশা রাখে যেখানে মুসলিম বিশ্বের সত্য খবরাখবর পাওয়া যায়। এখানে হাওজা নিউজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিকভাবে আমাদের আরও বেশি গুরুত্বের সঙ্গে কাজ করা প্রয়োজন।

আমি সাংগঠনিকভাবে উলামা কাউন্সিল ও আলেম-ওলামাদেরকে হাওজা নিউজকে সহযোগিতা করার আহবান জানাবো এবং পাক্ষিক ফজরের মাধ্যমে এর আরও প্রসার ঘটনা চেষ্টা করব,  ইনশাআল্লাহ।

আশাকরি হাওজা নিউজ এজেন্সি অবিকৃতভাবে মাকতাবে আহলে বাইতের (আ.) মা’আরেফ ও আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাওজা নিউজ: বাংলাদেশে ধর্মীয় সংহতি ও সম্প্রীতির ক্ষেত্রে হাওজা নিউজের ভূমিকা কী হতে পারে? 

মাওলানা ইব্রাহিম খলিল রাজাভী: বাংলাদেশ ওলি-আউলিয়াদের দেশ। সুফি-দরবেশদের দেশ। এদেশে সব সময়ই ধর্মীয় সম্প্রীতি বিধ্যমান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই সম্প্রীতি নষ্ট করতে শত্রুরা উঠেপড়ে লেগেছে।

কেবল আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বেই দেখছি যে, মুসলমানদের মধ্যে অনৈক্য ও পরস্পর বিরোধী অবস্থানের কারণে শত্রুদের দ্বারা আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের মধ্যে ভেদাভেদ ও মতদ্বন্ধের সুযোগ নিয়ে ইসলামের দুশমনরা লাভবান হচ্ছে। তারা আমাদের মধ্যে মতপার্থক্য ও মতদ্বন্ধ উসকে দিতে মিলিয়ন-বিলিয়ন খরচ করছে, নানা ষড়যন্ত্র করছে।

বাংলাদেশেও শিয়াদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। আমরা যখন সেই মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিতে শুরু করেছি, তখন অনেক সত্যান্বেষী ও বিবেকবান মানুষ এবং সুন্নি আলেমসমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐক্যের জন্য এগিয়ে এসেছেন। আমরা খুলনাতে ব্যাপকভাবে মুসলিম ঐক্য সপ্তাহ পালন করেছি, ঐক্য মিছিল করেছি এবং হযরত ফাতিমা যাহরা (সা.আ.)’র জন্মবার্ষিকী পালন করেছি।

আরও অনেক সুন্নি ভাইয়েরা আমাদের সঙ্গে বসার, আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। আশাকরি পাশাপাশি বসা, আলোচনা করা আমাদের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান করবে এবং শত্রুদের মিথ্যা অপপ্রচারের পথ রোধ করবে। বিশ্বজুড়ে মুসলমানদের ওপর দুশমনদের চালানো জুলুমের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে পারব। এই ঐক্য ও ভ্রাতৃত্বের প্রচার ও প্রসারের ক্ষেত্রে হাওজা নিউজ এজেন্সি ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

হাওজা নিউজ:  মূল্যবান মতামত ও পরামর্শের জন্য আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইব্রাহিম খলিল রাজাভী: হাওজা নিউজের সাফল্য ও উন্নতি কামনা করছি। আশা করি, ভবিষ্যতে মাকতাবে আহলে বাইতের (আ.) মা'আরেফ ও আদর্শের প্রচার ও প্রসারে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হবে, ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সাক্ষাৎকার গ্রহণ: মজিদুল ইসলাম শাহ ও রাসেল আহমেদ রিজভী হাওজা নিউজ এজেন্সি, বাংলা বিভাগ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha