শনিবার ২৯ মার্চ ২০২৫ - ১৬:১৪
কুদস দিবসের ঐতিহাসিক মিছিলে জনতার বীরত্বপূর্ণ অংশগ্রহণ

ইরানের বুদ্ধিমান ও বীরত্বপূর্ণ জনতা এ বছরের কুদস দিবসের মিছিলের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ইতিহাসের সর্বাধিক গৌরবময়, মর্যাদাসম্পন্ন ও প্রাণবন্ত মিছিলের নজির স্থাপন করেছেন।  

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব কুদস দিবসের মিছিলে জনতার বীরত্বপূর্ণ উপস্থিতির প্রেক্ষিতে কোম ধর্মীয় হাওজার শিক্ষক সমাজ (জামায়াতে মুদাররিসিন) একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতির মূল বক্তব্য নিম্নরূপ:  

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইরানের বুদ্ধিমান ও বীরত্বপূর্ণ জনতা এ বছরের কুদস দিবসের মিছিলের গুরুত্ব উপলব্ধি করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, গৌরবময় ও মর্যাদাপূর্ণ মিছিলের নজির তৈরি করেছেন। রোজাদার মুমিনরা তাদের ঐক্য ও জাতীয় শক্তি দ্বারা পুনরায় নিপীড়িত ফিলিস্তিনি জনতা, পবিত্র কুদস ও বিশ্বব্যাপী মজলুমদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে জাগরণ ও সংগ্রামের আহ্বান জানিয়েছেন।  

সাম্রাজ্যবাদী শক্তি ও নিকৃষ্ট জায়োনিস্ট শাসনের বিরুদ্ধে অটল সংগ্রাম এবং ফিলিস্তিনের স্বপক্ষে সমর্থন-এটি রমজান মাসে এই জাতির ইমানি চেতনা ও ইবাদতের পরিপূরক। ইরানি জাতির এই আধ্যাত্মিক দৃঢ়তা ও ধর্মনিষ্ঠা আল্লাহর দরবারে গৃহীত হয়েছে এবং তাদের নেক আমলের পরিমাণ বৃদ্ধি করবে।  

কোম ধর্মীয় হাওজার শিক্ষক সমাজ পুনরায় আল্লাহর ওয়াদা সত্য হওয়ার ব্যাপারে জোর দিয়ে বলেন, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বিজয় ও সাফল্য অবশ্যম্ভাবী। বিশ্ব কুদস দিবসের মিছিলের সংগঠকদের ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তারা ঘোষণা করেন: 

জায়োনিস্ট দখলদার শাসনের ধ্বংস সুনিশ্চিত। আল্লাহর সাহায্য ও মুজাহিদদের অধ্যবসায়ের মাধ্যমে প্রিয় কুদসের মুক্তি অর্জিত হবে, ইনশাআল্লাহ।

কোম ধর্মীয় হাওজার শিক্ষক সমাজ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha