সোমবার ৩১ মার্চ ২০২৫ - ০৬:১০
ইসরাইল-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইল-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভের সাথে জড়িত থাকার কারণে এসব শিক্ষার্থীর ভিসা প্রত্যাহার করা হয়েছে।  

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরোধীপক্ষকে দমনের প্রচেষ্টার অংশ হিসেবে এই গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা ঘটছে বলে খবরে জানানো হয়েছে।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার বলেছেন, আমরা প্রতিদিন এই কাজটি করছি। যখনই কোনো such ব্যক্তিকে খুঁজে পাই, তখনই তাদের ভিসা বাতিল করছি। আশা করি, একদিন এমন হবে যখন এদের আর অবশিষ্ট থাকবে না, আমরা সবাইকে বাদ দিয়ে দেব।

টাফটস বিশ্ববিদ্যালয়ের তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রোমিজ ওজটুর্কের গ্রেপ্তারের পর রুবিও এই মন্তব্য করেন। অভিবাসন কর্মকর্তারা তার বাসার কাছে তাকে আটক করেন। ওজটুর্ক বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রে একটি নিবন্ধ লিখেছিলেন, যাতে তিনি ইসরাইলি বাহিনীর গাজায় গণহত্যার কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  

গত মাসের অন্যতম আলোচিত গ্রেপ্তারের মধ্যে রয়েছে ফিলিস্তিনির স্থায়ী বাসিন্দা মাহমুদ খলিল এবং ভারতীয় পোস্ট-ডক্টরাল গবেষক বাদরখান সুরি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha