বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ - ২২:২১
ইরান সর্বদা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের পক্ষে সমর্থন জানিয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান সবসময় সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের সমর্থন করে এসেছে।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসমাইল বাগায়ে দামেস্ক, হামা, হোমস এবং দারা প্রদেশে সিরিয়ার সামরিক, বেসামরিক, বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্র এবং স্থাপনাগুলিতে সায়নবাদীদের (ইহুদিবাদী) বিমান ও স্থল হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

তিনি বলেন, সিরিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের ধ্বংসের দায় ইসরাইলি কর্তৃপক্ষের পাশাপাশি সেই দেশগুলোরও বহন করা উচিত, যারা এই অপরাধগুলোর পথ প্রশস্ত করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কয়েক মাস আগেও ইরান সতর্ক করেছিল যে সিরিয়ার অস্থিরতার সুযোগ নিয়ে ইসরাইলি সরকার তাদের আগ্রাসী মনোভাব অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে দেবে। তিনি বলেন, তেহরান অতীতের মতোই সিরিয়ার জনগণের জাতীয় মর্যাদা, প্রাচীন সভ্যতা এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জোর দিচ্ছে। 
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত অঞ্চলের দেশগুলো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর প্রতি আহ্বান জানান যেন তারা ইসরাইলি সরকারের বিদ্রোহী আচরণ বন্ধ করার চেষ্টা করে এবং আইনের স্পষ্ট লঙ্ঘন ও অন্যান্য দেশে হস্তক্ষেপের জন্য তাদের দায়ী করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha