বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ - ২১:১০
ট্রাম্পের হুমকির বৈশ্বিক নিন্দা চাইলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর উচিত ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির নিন্দা করা।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শাংহাই সহযোগিতা সংস্থার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মাজিদ তাখত রাভানচি ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগমূলক হুমকিকে আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী বলে অভিহিত করেন। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও এই বিষয়ে দাবি উত্থাপন করা হয়েছে এবং এখন এসসিওকে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।  

উপ-পররাষ্ট্রমন্ত্রী তাখত রাভানচি এসসিওর ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সংস্থার উচিত একটি টেকসই রোডম্যাপ প্রণয়ন করা—যার মাধ্যমে যুদ্ধ, সংঘাত, বিদেশী হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। তিনি যোগ করেন, এই রোডম্যাপের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকেও অকার্যকর করা যাবে, যা তারা উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে প্রয়োগ করে থাকে।  

তাখত রাভানচি ইরানের দায়েশ (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিজ্ঞতার কথা উল্লেখ করে ঘোষণা দেন, তেহরান এসসিওর আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামো (আরএটিএস) এর সাথেও সহযোগিতা করতে প্রস্তুত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha