বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ - ১৮:৪৪
সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানালো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার দামেস্ক, হোমস, হামা ও দারা প্রদেশের প্রতিরক্ষা, বেসামরিক ও গবেষণা অবকাঠামোতে ইসরাইলি শাসনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পশ্চিম এশিয়ার ঐতিহাসিক রাষ্ট্র সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বের ওপর ইরান আগের মতোই জোর দিচ্ছে। তিনি ইসরাইলি শাসন কর্তৃক সিরিয়ার মাটি বারবার লঙ্ঘন, প্রতিরক্ষা খাতের মূল্যবান স্থাপনা ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা এবং সিরিয়ার কৌশলগত অঞ্চলগুলো দখলের প্রতিবাদ জানান। 

বাকায়ি বলেন, ইসরাইলের এই আগ্রাসনের দায় সংশ্লিষ্ট সব পক্ষই বহন করে। তিনি উল্লেখ করেন, ইরান কয়েক মাস আগেই আঞ্চলিক দেশগুলোর সাথে আলোচনায় সিরিয়া ও অন্যান্য অঞ্চলে ইসরাইলি দখলদারিত্বের সম্প্রসারণ ও যুদ্ধবাজ কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছিল। 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে অঞ্চলের দেশগুলো ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, ইসরাইলের আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করা, এই শাসনের অবৈধ কর্মের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং গাজায় চলমান গণহত্যাসহ আঞ্চলিক দেশগুলোর ওপর ক্রমাগত হামলা প্রতিরোধে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha