হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানে এই দিনটি "সিজদাহ বেদার" নামেও পরিচিত। ইরান ও এই অঞ্চলের কিছু দেশে নতুন সৌর বছর বা নওরোজ উৎসব ১৩ দিন ধরে পালন করা হয়। প্রকৃতি দিবসে সারা ইরানে সাধারণ ছুটি থাকে। এই দিনে তেহরানসহ সমগ্র ইরানের পার্ক, বিনোদনকেন্দ্র ও প্রাকৃতিক উপত্যকাগুলোতে পরিবার-পরিজন নিয়ে পিকনিকের উদ্দেশ্যে মানুষের ভিড় জমে। শিশু ও তরুণেরা পার্ক ও বাগানে খেলাধুলায় মত্ত হয়, আর বয়োজ্যেষ্ঠরা কার্পেট ও চাদর বিছিয়ে অতীতের গল্পবলার মাধ্যমে আনন্দ উপভোগ করেন।
এই উপলক্ষে লোকেরা নানারকম খাবার প্রস্তুত করে পার্ক, বাগান ও প্রাকৃতিক উপত্যকায় মাঠে বসে তা উপভোগ করে। নওরোজের ১৩তম দিনে ইরানি জনগণের এই ভ্রমণ ও উৎসবটি মূলত শান্তি ও সম্প্রীতির একটি বৈশ্বিক বার্তা বহন করে। এই দিনের রীতি-নীতির শিকড় প্রাচীন ইতিহাস ও সংস্কৃতিতে প্রোথিত।
ইরানি জনগণ প্রকৃতি দিবসের রীতিকে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেন। এই দিনে তারা গাছপালা, ফুল ও বৃক্ষে নতুন প্রাণের সঞ্চার প্রত্যক্ষ করার মাধ্যমে প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করেন।
আপনার কমেন্ট